• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

অভয়াশ্রমের দ্বিতীয় দিন

৪৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ॥ ইলিশের খোঁজে বাসে বাসে তল্লাশি

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৯, ১৮:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার লক্ষ্যে অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে অভিযানের দ্বিতীয় দিন গতকাল চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয় ৪৮ হাজার মিটার কারেন্টজাল। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে মালিকবিহীন জব্দকৃত জাল চাঁদপুর নৌ থানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলার পরে এসব নিষিদ্ধ কারেন্টজাল পোড়ানো হয়েছে। এর আগে বুধবার জব্দকৃত ১৩ হাজার ২শ’ মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা। এদিকে ইলিশের খোঁজে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাসে বাসে তল্লাশি চালায়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বুধবার মেঘনা নদীতে কোনো জেলেকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন এই অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো জেলে পদ্মা-মেঘনায় ইলিশ আহরণ করতে নামলে তাকে মৎস্য আইনে সাজা প্রদানের বিধান রয়েছে।