• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে এই প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত মডেল ফার্মেসির উদ্বোধন

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৯, ১০:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের ইতিহাসে এই প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত মডেল ফামের্সির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৪ অক্টোবর বিকেলে শহরের কোর্ট স্টেশন সংলগ্ন টাউন হলের সামনে রিকসা স্ট্র্যান্ডে জেলার একমাত্র মডেল ফার্মেসির উদ্বোধন করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা রুহুল আনোয়ার। উদ্বোধন উপলক্ষে  আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
ফার্মেসির পরিচালক হিসেবে রয়েছেন ঔষধ সমিতি সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির খান। এখানের প্রথম শ্রেনীর ফার্মাসীষ্ট দ্বারা নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষন করে বিক্রয় করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি মো: মোস্তফা রুহুল আনোয়ার বলেন, চাঁদপুরে ইতিহাসে  মডেল ফার্মেসি উদ্বোধন হওয়ায় আজ এ দিনটি একটি ঐতিহাসিক দিন। প্রতিটি জেলায় দুইরকম ফার্মেসি থাকার ঘোষণা দেন সরকার। মডেল ফার্মেসি ও  সাধারণ ফার্মেসি। এ ফার্মেসি হবে ৩শ’স্কোয়ার ফুট, এখানে প্রথম শ্রেনীর ফার্মাসিস্ট, এখানে সকল প্রকার ঔষধ পাওয়া যাবে। এ ফার্মেসিটিতে নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষন করা হবে। এটি হবে কম্পিউটারাইজড পদ্ধতির ও শীতাতপ নিয়ন্ত্রিত। গুনগত ও ভাল মানের দেশী-বিদেশী ঔষধ এখানের থাকবে এবং সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় করা হবে।
পরিচালক মো: হুমায়ুন কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ- সভাপতি এবিএম নজরুল আমিন সাজু, স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স চাঁদপুরের সিনিয়র ডিপো ইনচার্জ মো: পারভেজ, একমি ফার্মার ফিল্ড ম্যানেজার মো: শাহ আলম, ড্রাগ ইন্টারন্যাশনাল লি: মো: সোলাইমান,  রেনেটা লি: মো: রেজাউল করীম, স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স সিনিয়র প্রমোশন অফিসার মো: জাহাঙ্গীর হোসন, সহ-সভাপতি সুভাষ সাহা, রাজধানী মেডিকেলের পরিচালক মো: হুমায়ুন খান, মায়ের দোয়া মেডিকেলের মো: সৈয়দ হোসেন, ব্যাংকার মো: হযরত আলী প্রমুখ।
২০১৬ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত প্রতিটি জেলায় একটি করে মডেল ফার্মেসি করার নির্দেশ প্রদান করা হয়। দেশের বিভিন্ন জেলায় মডেল ফার্মেসি চালু করা হলেও চাঁদপুরে সরকারের নিয়ম মোতাবেক মডেল ফার্মেসি করতে পারেনি কেউ। সরকারের এ নির্দেশকে অগ্রাধিকার দিয়ে চাঁদপুর শহরের চাঁদপুর মেডিকেলের পরিচালক মো: হুমায়ুন কবির খান এই প্রথম চাঁদপুর মডেল ফার্মা নামে মডেল ফার্মেসিটি চালু করার উদ্যোগ নিয়েছেন।
মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম মো. আমিনুল ইসলাম তোহা। কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমাম হোসেন ও হাফেজ মো: আলমগীর হোসেন।

সর্বাধিক পঠিত