• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আগুন আতঙ্কে হুলস্থুল কান্ড, আহত অর্ধশত

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৯, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ফ্লোরে পড়ে গিয়ে বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ও আগুন আতঙ্কে হুলুস্থুল কান্ড ঘটেছে।

৪ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯টার সময় হাসপাতালের ৪র্থ তলায় মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডের সব রোগী আগুন আগুন চিৎকার করে নিচে নেমে আসে।

আগুন আতঙ্কে নামতে গিয়ে নার্স, রোগী ও রোগীর স্বজনসহ অর্ধশত আহত হয়। রাত সোয়া দশটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ মাজেদুর  রহমান হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসও আসে।

পৌর ছাত্রলীগ নেতা জহিরসহ অনেকে স্বেচ্ছাশ্রমে রোগীদের পুনরায় হাসপাতাল বেডে নেয়ার জন্য সহযোগিতা করতে দেখা যায়।


উল্লেখ্য, যে আগুন নিয়ে এতো হুলস্থুল কান্ড কিন্তু শেষ পর্যন্ত কোথাও কোনো আগুনের আলামত পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত