• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর রেলওয়ে হোসাইনিয়া মসজিদে মিলাদ ও দোয়া

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৯, ০৯:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কস্থ চাঁদপুর সেতুর টোলঘর সংলগ্ন রেলওয়ে হোসাইনিয়া জামে মসজিদে গতকাল শুক্রবার বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মসজিদের দীর্ঘদিনের ইমাম হাফেজ মাওঃ মরহুম মহিউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিদের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান মেহমান ছিলেন ওই এলাকারই কৃতী সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সকলের দোয়া কামনা করেন।
এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যাংকার হাছান আলী ভূঁইয়া, স্থানীয় কাউন্সিলর আলমগীর গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মাহবুবুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম গাজীসহ এলাকার ব্যাপক সংখ্যক মুসল্লি। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল হান্নান নিজামী, মসজিদের পেশ ইমাম মোঃ কাউছার, চাঁদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী প্রমুখ। জুমার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ হুমায়ুন কবির। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মতলব দারুল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আলাউদ্দিন। মোনাজাত শেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত