চট্টগ্রামস্থ চাঁদপুর ফাউন্ডেশনের উদ্যোগে চারাগাছ বিতরণ
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ০৯:৫৩
স্টাফ রিপোর্টার।।


চট্টগ্রামস্থ চাঁদপুর ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার(২ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর পুরাণবাজার মধুসূদন হাইস্কুল থেকে শুরু করে শহরের অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়।
চট্টগ্রামস্থ চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি, আলোকচিত্র সংগ্রহকারী ও প্রর্দশক শাহাবুদ্দিন মজুমদারের পক্ষে মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান শহর ও শহরতলীর ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের ছাত্র-ছাত্রীদের মাঝে আড়াই হাজার গাছের বিতরণ করেন।