মধুসূদন উচ্চ বিদ্যালয়ে পাইলট প্রকল্পের উদ্বোধন


৬ষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক মূল্যায়নের পাইলট প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। গতকাল ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের ৪টি বিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), জেলা শিক্ষা অফিসার মোঃ সফিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাসুদ আলম ভূঁইয়া, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক গোলাম সারোয়ার ফেরদৌস, লেডি প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াছমিন, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য স্বজল কান্তি পোদ্দার, জাকির হোসেন খান শিপন, জেলা আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যডঃ রন্জিত রায় চৌধুরী, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ নূরুল ইসলাম নূরু, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন সুলতানা। শহরের মধুসূদন, হাসান আলী, মাতৃপীঠ ও লেডি প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শারীরিক কসরৎ প্রদর্শন করে। শিক্ষামন্ত্রী প্রদর্শিত শারীরিক কসরত দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও রাস্তায় দাঁড়িয়ে থেকে বহু নেতা-কর্মী ডাঃ দীপু মনিকে স্বাগত জানান। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র, ছাত্রী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।