• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ৬ষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক মূল্যায়নের পাইলট প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন

আমাদের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধু'র সোনার মানুষ ------ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৯, ১০:৫০ | আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১১:৪৬
চাঁদপুর প্রতিনিধিঃ
প্রিন্ট
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুরে শুরু হয়েছে ৬ষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক মূল্যায়নের পাইলট প্রকল্পের কার্যক্রম। ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের কার্যক্রমেরর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
 
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা যাতে সুস্থ্য সবল দেহ মন নিয়ে নিজেকে গড়ে তুলতে পারেন এজন্য এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।আমাদের প্রচেষ্টা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকদের সক্রিয় অংশগ্রহন থাকলে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক এ পাইলট প্রকল্পটি সফল হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান,পিপিএম(বার) ও চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম।
 
 
মধুসূদন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার শফি উদ্দিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, চেম্বারের সহ সভাপতি তমাল কুমার ঘোষ, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, পুরাণবাজার গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক মজিবর রহমান,
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারি, আওয়ামীলীগ নেতা অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, নুরুল ইসলাম নুরু, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুলসহ অন্যরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিবাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
 
শিক্ষক ডাঃ দীপু মনিএমপি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য নিরলস পরিশ্রম করছেন। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আমাদের শিক্ষার্থীরাই সেই সোনার মানুষ। সোনার মানুষ হতে হলে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে। তার পাশাপাশি খেলাধুলা করতে হবে। শরীল সুস্থ্য রাখতে হবে। মনের উদারতা বাড়াতে হবে। দেশপ্রেমে উদ্ধুদ্ধ এবং সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত হতে হবে। এসবের মধ্যদিয়ে শিক্ষার্থীদের সু- নাগরিক হতে হবে।
 
অনুষ্ঠানের শুরুতে হাসান আলী, মাতৃপীঠ সরকারি, লেডি প্রতিমা মিত্র বালিকা ও মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শারীরিক ও স্বাস্থ্য বিষয়ক স্ট্র্যাচিং, জগিং, বডি বেন্ডিং ও স্পট জ্যাম্প প্রদর্শন করেন। এ পর্বের প্রেজেনটেশন উপস্থাপন করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা আক্তার এবং অনুষ্ঠান পরিচালনা করেন মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহীন সুলতানা।

সর্বাধিক পঠিত