• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ওয়ারলেস বাজারে একটি পাবলিক টয়লেটের দাবী এলাকাবাসীর

প্রকাশ:  ০১ অক্টোবর ২০১৯, ১৩:১৭
চাঁদপুর প্রতিনিধি।।
ক্যাপশনঃ রাস্তার ওপরেই ওয়ারলেস বাজারে বাজার পরিচালনা হচ্ছে
প্রিন্ট
চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডস্থ ওয়ারলেস বাজারে একটি পাবলিক টয়লেট স্থাপনের দাবী দোকানীদের। ১ অক্টোবর মঙ্গল বার এ দাবী জানান বাজারের কয়েকজন দোকানী। তারা বলেন, এই বাজারটি শহরের অন্যতম ঐতিহ্যবাহী ১টি বাজার। এই বাজারে প্রায় দেড় শতাধিক দোকান রয়েছে। পাশাপাশি বাজারের নামে রাস্তার উপরেও দোকানীদের বসিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। যাদের প্রত্যেকের থেকে গণহারে ১০ থেকে ১'শ টাকা ইজারা নামে নেওয়া হয়। কিন্তু এই টাকা দেওয়ার পরও এই বাজারের তেমন কোন উন্নতিই নেই। দোকানীরা আরো জানান, এটি পৌরসভার অন্তর্ভুক্ত বাজার হওয়ায় এখানকরা ইজারার টাকা পৌরসভায় দেওয়া হয় বলে আমাদের জানানো হয়। তবে টাকা নেওয়া নিয়ে আমাদের আপত্তি কমবেশি থাকলেও আমাদের একটাই দাবী। এই বাজারের ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি স্বাস্থ্য সম্মত পাবলিক টয়লেট করা হউক। পাশাপাশি এই বাজারে বিশুদ্ধ পানি পান করার জন্য ১টি কলেরও ব্যবস্থা করা হউক। এদিকে বাজারের দোকানীদের থেকে ইজারা উত্তোলন করা পৌর ১৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন গাজী জানান, আমরা প্রায় ২ বছর যাবৎ এই বাজারটি ইজারায় পেয়েছি। এতে প্রায় ১৪/১৫ লক্ষ টাকা ডাক আনতে খরছ হয়েছে। তাই প্রতিদিন বাজারের দোকানীদের কাছ থেকে ৫ থেকে ১'শ টাকার মতো উত্তোলন করি।
 
তিনি জানান, এখানে দোকানীদের একটি পাবলিক টয়লেটের দাবী রয়েছে। কিন্তু এ বিষয়টি পৌরসভা দেখবে। আমরা টাকা উঠানোর কাজ করি। বাজারের টয়লেট নির্মাণের দায়িত্ব নিতে পারবো না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তার উপরে বিভিন্ন জায়গাতেই বাজার বসানো হয়। এটা নতুন কিছু নয় যদি ম্যাজিস্ট্রেটরা এসে রাস্তার উপরের বাজার সরিয়ে দেয়। তাহলে ওরা উঠে যাবে। তবে বাজারে একটি পাবলিক টয়লেট ও পাশাপাশি একটি বিশুদ্ধ পানির কল বসানো হউক। এটা আমাদেরও প্রাণের দাবী। এদিকে এ ব্যপারে চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁঞার সাথে আলাপ করলে তিনি জানান, পৌর ১৩ নং ওয়ার্ডের ওয়ারলেস বাজারটিতে শুধুমাত্র জায়গা নির্ধারণের অভাবেই পাবলিক টয়লেট করা হয়নি। সঠিক জায়গা নির্ধারণ করা হলেই পাবলিক টয়লেটের পাশাপাশি একটি বিশুদ্ধ পানির টিউবওয়েলও বসানো হবে। এই ব্যপারে দ্রুত পদক্ষেপ নিয়ে বাজারীদের প্রাণের দাবীটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত