হাজীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১ আহত ২


হাজীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আরো ২ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গতকাল রোববার বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। নিহত ফারুক তিন সন্তানের জনক। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে ভাঙ্গারি মালের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আহসান হাবীব নামে এক মৎস্য ব্যবসায়ী জানান, দুর্ঘটনাস্থলটি চৌরাস্তার মোড়ের। দুটি মোটরসাইকেল দুই দিক থেকে এসে উভয়ে সংষর্ষে লিপ্ত হয়। এ সময় দুই মোটরসাইকেলের ৪ আরোহীর সবাই সড়কের পাশে ছিটকে পড়ে। তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে। ফারুকের অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ২ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ জানান, লাশ আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের লোকজন মামলা করলে আমরা মামলা নেবো। ময়না তদন্তের জন্যে লাশ চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।