• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ জিটি রোড মহল্লা কমিটির সভা

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ জিটি রোড মহল্লা কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং অন্যান্য জেলার তুলনায় চাঁদপুর শ্রেষ্ঠ। যদি জেলাওয়ারি কোনো তালিকা যাচাই করা হয়, তখন এক নম্বর তালিকায় থাকবে চাঁদপুর। দেখা গেছে যে, যেখানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আছে সেখানে অপরাধ প্রবণতা কমে গেছে। তিনি বলেন, নতুন করে কিছু পাড়া-মহল্লায় কিশোর গ্যাং অপরাধী বাড়লেও আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি আরো বলেন, পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এটা মহল্লাবাসীর ভালো উদ্যোগ। তবে সিসি ক্যামেরা লাগানোর খরচ সরকারের নয়, মহল্লাবাসীকেই দিতে হবে। এটা কোনো সরকারি অনুদান নয়, সম্পূর্ণভাবে এলাকাবাসীর অর্থায়নে হচ্ছে। আর এর সুফল এলাকাবাসীই পাবেন। এ কাজের সাথে পুলিশ, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও এলাকাবাসীর সম্পৃক্ততা রয়েছে। এখানে চাঁদাবাজি করার সুযোগ নেই। এ টাকা উত্তোলনে সচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে। সুতরাং যারা বলবে সিসি ক্যামেরা লাগানো সরকারি অনুদানে, তাদের উদ্দেশ্য অসৎ। যারা ভালো কাজে বাধা দেয় এবং গুজব ছড়ায় তাদের প্রতিহত করুন। সিসি ক্যামেরার আওতায় যখন সমস্ত অঞ্চলগুলো চলে আসবে, তখন পাড়া-মহল্লার কিশোর গ্যাংসহ ছোট ছোট অপরাধগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। সিসি ক্যামেরাগুলো পুলিশের জেলা অফিস থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, সদর মডেল থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ আবদুর রব, পৌর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল মালেক বেপারী প্রমুখ।
অঞ্চল কমিটির সভাপতি এএসএম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর  রহমান গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ শামসুজ্জামান ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান সজীব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল কমিটির উপদেষ্টা মোঃ মিজানুর রহমান গাজী, জিটি রোড মহল্লা কমিটির উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম বেপারী, মোহাম্মদ হোসেন খান, অঞ্চল কমিটির যুগ্ম সম্পাদক  মোঃ গোলাম  মোস্তফা খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ  আবদুর রহমান তালুকদার, সদসা মোঃ মহসিন গাজী, মোঃ মিজানুর রহমান শাহীন ডাক্তার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, মোঃ সরোয়ার উদ্দিন তালুকদার সোহাগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায়  মহল্লা কমিটি পুনর্গঠন করা এবং যারা সাংগঠনিক কাজে অনাগ্রহ দেখায় তাদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বাধিক পঠিত