মডেল থানার অভিযানে কিশোর গ্যাং সন্দেহে আটক ১৫


চাঁদপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী ও কিশোর গ্যাং অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ও সন্ধ্যায় চাঁদপুর শহরতলীর নিজ গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকা, ওয়্যারলেস এনায়েতনগর, শেখের হাট ও তার আশপাশের এলাকায় মাদক উদ্ধার, কিশোর গ্যাং অপরাধীদের আটক ও সচেতনতামূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কিশোর গ্যাং অপরাধী গ্রেপ্তারের নিমিত্তে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্নস্থান থেকে ১৫ জন কিশোর গ্যাং অপরাধী সন্দহে আটক করে পুলিশ।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, আইসি নতুন বাজার মোঃ বাহার মিয়া, এসআই মফিজুল ইসলাম, এসআই বশির আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্য।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান, কিশোর গ্যাং অপরাধী গ্রেফতারের নিমিত্তে আমরা ওইসব এলাকা থেকে ১৫ জনকে আটক করেছি। তবে তাদের নিয়ে যাচাই-বাচাই চলছে। যারা নিরাপরাধ তাদেরকে ছেড়ে দিবো। আর যারা অপরাধী তাদের আটক রাখবো।