চাঁদপুর মঠখোলায় টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাদক থেকে তরুনদের দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই ----- অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭ | আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৮
স্টাফ রিপোর্টার।।

ছবি ক্যাপশনঃ চাঁদপুর মঠখোলায় টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেছেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিএমপির নেতৃত্বে চাঁদপুরের উন্নয়নের সাথে সাথে খেলাধূলাও এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন সারা দেশের ন্যায় চাঁদপুরেও ফুটবলের জাগরন চলছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক- বালিকা ফুটবলকে ঘিরে। আজকের তরুন সসমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই।কারন খেলাধূলায় যারা নিয়োজিত থাকেন তাদের ক্যারিয়ার গঠনে মনযোগী হয়।আর তখনই উন্নয়ন চিন্তাভাবনায় তারা সমাজ গঠনে ভূমিকা রাখতে নিজেকে মাদক থেকে বিরত রাখে।
তিনি ২৮ সেপ্টেম্বর শনিবার বিকালে মঠখোলা আঞ্চলিক যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জুয়েল আরো বলেন, এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠার সুযোগ রয়েছে। তাই বিশেষ করে পারা মহল্লার খেলোয়াড়দের কাছে ফুটবল খেলা খুবই জনপ্রিয়। তিনি এই টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান এবং সেই সাথে এই টুর্ণামেন্টের সফল সমাপ্তি কামনা করেন।
আরো বক্তব্য রাখেন টুর্ণামেন্টের উদ্বোধক চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ১৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ হারুন অর রশিদ হাওলাদার, স্থানিয় ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, বাবুরহাট উচ্চ বিদ্যালয় গভণিং বডির সদস্য মোঃ সেলিম খাঁন, পৌর যুবলীগের সদস্য অ্যাড. কবির হোসেন চৌধুরী, ১৩ নং ওয়ার্ডের সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ সেলিম গাজী, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজী, সাধারণ সম্পাদক মহসীন, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম নয়ন মিজি, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিন খান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল আখন্দ, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন দেওয়ান, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল পাটওয়ারী, ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল প্রমুখ।
টুর্ণামেন্টের আয়োজক ও মঠখোলা আঞ্চলিক যুব সমাজ ক্লাবের প্রতিষ্ঠাতা মনির গাজী জানান, এই টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় মঠখোলা ঢালীকান্দী একাদশ ক্লাব ৩-০ গোলের ব্যবধানে মঠখোলা আঞ্চলিক যুব সমাজ ক্লাবকে পরাজিত করে।