চাঁদপুরে শাহিদা নামে এক রোগীকে জীবন-দীপের রক্ত দান
চাঁদপুরে শাহিদা বেগম(৪৮) নামে এক রোগীকে জীবন-দীপের উদ্যোগে রক্ত দেয়া হয়েছে।


২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কর্ণফুলী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ রক্ত পান। শাহিদা বেগম কল্যান্দীর দুলাল মিজির স্ত্রী। তিনি দীর্ঘদিন রক্তশূন্যতায় ভুগছিলেন। আর তখন তিনি জীবন-দীপে খোঁজ করলে জীবন-দীপের সদস্য মোঃ মিজানুর রহমান(৩০) তাকে রক্ত সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জীবন-দীপের প্রতিষ্ঠাতা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, দৈনিক একাত্তর কন্ঠের প্রকাশক ও সম্পাদক কাজী জিয়াউর রহমান বেলাল, জেলা রেন্ট এ কার মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, জীবনদীপের সদস্য আলীম আল রাজি(কবির), জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী তপতী কর, দৈনিক ঢাকার ডাক এর জেলা প্রতিনিধি আলমগীর হোসেন বাবু, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি শ্যামল সরকার, ই হক কোচিং সেন্টারের পরিচালক ডি. কে. মৃদুল প্রমুখ।