চাঁদপুর মাছঘাটে ইলিশের জোয়ার---
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৯
চাঁদপুর প্রতিনিধি।।


গত কয়েকদিন যাবত রেকর্ড পরিমাণ ইলিশের আমদানি হয়েছে চাঁদপুর মাছঘাটে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩/৪ হাজার মণের বেশি ইলিশের আমদানি হয়েছে এই মোকামে ।

ইলিশ আড়ৎদার উত্তম দে জানান, হাতিয়া ও ভোলা, পটুয়াখালী জেলার নদ- নদীতে ভাদ্র মাস থেকে প্রচুর ইলিশ ধরা পরায় চাঁদপুর ঘাটে জোয়ার ইলিশের। দামও তুলনামূলক কমেছে। ১৬ থেকে ২৫ হাজার টাকা মণ দরে সাইজের ইলিশ বিক্রি হয়েছে। নামা থেকে প্রচুর ইলিশ আসতেছে। তবে আমাদের লোকাল নদীর মাছ খুবই কম পাওয়া যাচ্ছে।
এদিকে প্রত্যাশার চেয়ে কয়েকগুন বেশি ইলিশের আমদানিতে কর্মব্যস্ত হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক ও ইলিশ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।