ব্যবসায়ী নিখিল রতন সাহার পরলোকগমন


বিশিষ্ট সংগঠক নিতাই সাহা নিতু ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লিটন সাহার পিতা চাঁদপুর স্ট্র্যান্ড রোডস্থ রতন স্টোরের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী নিখিল রতন সাহা আর বেঁচে নেই। তিনি গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় চাঁদপুর শহরের প্রেসক্লাব রোডস্থ সুভাষ চন্দ্র রায়ের বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুর সংবাদে স্ট্র্যান্ড রোড এলাকায় ব্যবসায়ী সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্যে চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন তার বাসভবনে আসেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। তার মৃতদেহ শহরের কালীবাড়ি মন্দিরে নিয়ে আসা হলে জেলা পূজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। রাত সাড়ে ৮ টায় চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
বিভিন্ন মহলের শোক
বিশিষ্ট ব্যবসায়ী নিখিল রতন সাহার মৃত্যুত গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা হিন্দ-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অরুপ কুমার শ্যাম, পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি অনন্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডাঃ সহদেব মজুমদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ।