• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শিক্ষানুরাগী মোস্তফা মিয়া, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান ওয়াদুদ, থানার সেকেন্ড অফিসার এসআই ইসমাইল হোসেন, সাংবাদিক জাকির হোসেন বাদশা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজিত বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাঢ়ৈ, সদস্য রাধেশ্যাম সাহা, জ্যোতিষ কীর্তনীয়া, অমৃতলাল নাগ, বলরাম গোস্বামী, প্রভাত চন্দ্র ভৌমিক, অজিত কুমার বিশ্বাস প্রমুখ। সভায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিরাজ খালিদসহ দলীয় নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজাম-পে আধা টন করে চাল দেয়া হবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়াও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিটি পূজা ম-পে ৫ হাজার করে নগদ টাকা ও ২০টা করে কাপড় দেয়ার কথা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান। এর আগে পৃথক আরেকটি সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ।

 

সর্বাধিক পঠিত