• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির ‘পকেট’ কমিটি বাতিলের দাবিতে গতকাল সোমবার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে বিক্ষোভ  ও ঝাড়– মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জানান, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ছাড়া যেভাবে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, একইভাবে উক্ত আহ্বায়ক কমিটি আবার ইউনিয়ন কমিটি গঠন করছে। উপজেলা বিএনপির সদ্য গঠিত কমিটির আহ্বায়ক শরীফ মোঃ ইউনুছ দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে ইউনিয়ন কমিটি করছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে এক ব্যক্তির ইচ্ছানুযায়ী ইউনিয়নের কমিটি গঠন করছেন। উপজেলা বিএনপির অবৈধ পকেট কমিটির প্রতি দলের নেতা-কর্মীদের কোনো আস্থা নেই। তাই উপজেলা ও ইউনিয়ন বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করতে তারা বাধ্য হয়েছেন। কমিটি গঠনের এ ধরনের অনিয়ম অবিলম্বে বন্ধ করার জন্যে তারা দলের নীতিনির্ধারকগণের সহযোগিতা চান।
‘পকেট’ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ইউছুফ পাটওয়ারী। মিছিলে অংশগ্রহণ করেন পাইকপাড়া দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির আব্দুল মতিন, কামাল হোসেন পাটওয়ারী, সফিক পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর দেওয়ান, বিএনপি নেতা আকবর হোসেন, নাসির মেম্বার, সাইফুল ইসলাম, নান্টু, আবুল বাসার, আব্দুল কাদির, পলাশ, বাবলুসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের অনেক নেতা-কর্মী।

 

সর্বাধিক পঠিত