• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে আল-হেলাল হার্ট হাসপাতালের উদ্বোধন

মানুষের সেবার মধ্যেই প্রকৃত তৃপ্তি : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকার আল-হেলাল স্পেশালাইজ্ড হার্ট হাসপাতালের ফরিদগঞ্জ শাখা ফরিদগঞ্জ উপজেলা সদরে আল হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টারের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কলাবাগান বাজারে এ হাসপাতালটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, মানুষের সেবা করার মাধ্যমে যে তৃপ্তি পাওয়া যায়, তা অন্য কোথাও পাওয়া যায় না। কারণ, সেবা করার মাধ্যমেই মানুষের কাছাকাছি পৌঁছা যায়, তাদের সুখ-দুঃখের সাথী হওয়া সম্ভব। শুধুমাত্র জনপ্রতিনিধিরাই যে জনসেবা করবে তা নয়, চিকিৎসক থেকে শুরু করে সমাজের প্রতিটি সেক্টরের প্রতিষ্ঠিত লোকজন সেবার হাত বাড়িয়ে দিতে পারেন। দেশসেরা কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন খান তাঁর জন্মভূমিতে একটি হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে এবং টেলিমেডিসিনের মাধ্যমে নিজে চিকিৎসাসেবা দেয়ার যে উদ্যোগ নিয়েছেন তা অনুকরণীয়। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাঁর এই উদ্যোগকে সফল করতে সর্বোতভাবে সহযোগিতা করবো। আশা করছি ফরিদগঞ্জ উপজেলাবাসীকে আর হার্টেরসহ সকল রোগের যাবতীয় চিকিৎসা করতে ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রাথমিকভাবে অন্তত ছুটতে হবে না। টেলিমেডিসিন সেবার মাধ্যমে উপজেলাবাসী ভালো চিকিৎসকের পরামর্শ নিতে সক্ষম হবেন। তাছাড়া ডাঃ শাহাবুদ্দিন নিজে মাসে অন্তত একবার এই হাসপাতালে সরাসরি রোগী দেখবেন এবং ফরিদগঞ্জবাসীকে সর্বোচ্চ ছাড় দিয়ে সহায়তা করবেন বলে আশ্বস্ত করেছেন।
ঢাকা আল হেলাল স্পেশালাইজ্ড হার্ট হাসপাতাল ও ফরিদগঞ্জ আল হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম শিপন, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম, কলাবাগান বাজারের এমডি ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সভাপতি নুরুন্নবী নোমান ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। উপস্থিত ছিলেন  আল হেলাল স্পেশালাইজ্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক আবু শামীম, রেজিস্ট্রার হানিফ হোসাইন প্রমুখ।

সর্বাধিক পঠিত