• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে কচুয়ায় যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 টিভির টকশোতে ১৫ আগস্ট নিয়ে কুটুক্তি করা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবির হোসেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাটা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ডাঃ মাসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক মাইনউদ্দিন সবুজ, সদস্য গাজী কামাল, ইউনিয়ন যুবলীগ নেতা তারেক শামস মিঠু, সাইফুল ইসলাম তালুকদার, ওসমান গণি চৌধুরী পলাশ ও শিপন রানাসহ আরো অনেকে।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভবনের সামনে এসে শেষ হয়।

 

সর্বাধিক পঠিত