• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলবে খাদেরগাঁও বায়তুল ফালাহ জামে মসজিদের উদ্বোধন

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উজেলার খাদেরগাঁও ইউনিয়নে ২০ সেপ্টেম্বর পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে খাদেরগাঁও বায়তুল ফালাহ জামে মসজিদের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দারি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নেছার আহমদ। তিনি জুমার নামাযের ইমামতি করেন। তাঁর ইমামতিতে জুমার নামাজের মাধ্যমে মসজিদের উদ্বোধন করা হয়। নামাজের পূর্বে তিনি কোরআন ও হাদিস থেকে মুসুল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
নামাজ শেষে সংক্ষিপ্ত  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাজী মোঃ হোসাইন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সরকার, ইঞ্জিনিয়ার মোঃ মফিজুল ইসলাম মিলন ও খাদেরগাঁও বায়তুল ফালাহ জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির উপদেষ্টা কাজী মোঃ হোসাইন আহমদ ও মুসুল্লিদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ কবির হোসেন কালু। এ মসজিদ নির্মাণে বিভিন্নভাবে যারা সহায়তা করেছেন মসজিদ কর্তৃপক্ষ তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসুল্লিগণ। সবশেষে বিশ^ মুসলিম উম্মা এবং আমাদের দেশের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

সর্বাধিক পঠিত