• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ছোট সুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয়ে সাইকেল পার্কিং জোনের দাবী

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয়ের ভিতরে একটি স্থায়ী সাইকেল পার্কিং প্লেসের দাবী ভুক্তভোগী শিক্ষার্থীদের। শিক্ষার্থী জানায়, এই স্কুলটিতে বর্তমানে ৮'শ ৭ জনের মতো শিক্ষার্থী রয়েছে। যারা প্রতিদিনই এই রামপুর ইউনিয়ন ছাড়াও ইসলামপুর ও এর আশ পাশের এলাকা থেকে এখানে পড়তে আসে। অনেকটা দূরের হলেও এটি গ্রামাঞ্চল হওয়ায় এই স্কুলে আসা যাওয়ার জন্য আমাদের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে বাই সাইকেল। প্রতিদিন গড়ে ২'শ থেকে ৩'শ শিক্ষার্থীকে এখানে সাইকেল নিয়ে আসতে হয়। কিন্তু স্কুলের ভিতরে সাইকেলগুলোর রাখার কোন ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়েই আমাদের প্রতিদিন স্কুল সময়ে আমাদের রাস্তায় স্কুলের দেয়াল ঘেষে সাইকেলগুলো রাখতে হয়। এতে আমাদের অনেক শিক্ষার্থীর সাইকেল চুরি পর্যন্ত হওয়ার ঘটনাও ঘটেছে। তাই আমাদের যাতায়াতকে সুগম করতে স্কুল কর্তৃপক্ষের নিকট আমাদের জন্য স্কুলের ভিতরে ১টি স্থায়ী সাইকেল পার্কিং জোন করার দাবী জানাচ্ছি।
 
এ ব্যপারে ছোট সুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সিরাজুল ইসলাম পাটওয়ারীর সাথে আলাপ হলে তিনি জানান, ১৯৭০ সালে এ স্কুলটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে স্কুল সংলগ্ন এলাকায় একটি বৃহৎ বাজার রয়েছে।যেজন্য স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম বাহন সাইকেল প্রায়ই চুরি হচ্ছে বলে জানলাম। এ ব্যপারে গুরুত্ব দিতে আমি স্কুলের প্রধান শিক্ষককে বলবো। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবীকে স্বাগত জানিয়ে ছোট সুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ জানান, এই স্কুলটি প্রায় ৩০ শতাংশ জায়গার জুড়ে প্রতিয়মান রয়েছে। এর ভেতরে এই পুরাতন ভবন ও খেলার মাঠের কিছু অংশ বাদে আরো ১টি প্রাইমারি স্কুল রয়েছে।
 
তিনি জানান,চাঁদপুরের উন্নয়নের রূপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এই স্কুলটির জন্য ১টি নতুন ভবন নির্মাণ অনুমোদন এনে দিয়েছেন। যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে। ওই নতুন ভবন নির্মাণ কাজ শেষ দ্রুত শেষ হবে। এর পরই আমি সবার সাথে আলোচনা করে শিক্ষার্থীদের জন্য একটি সাইকেল পার্কিং জোনের ব্যবস্থা করে দিবো।

সর্বাধিক পঠিত