জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়েকে সহজেই হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশ। সেখানে তাদের সঙ্গী আফগানিস্তান।
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:০২ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:১১
স্টাফ রিপোর্টার।।


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে জিতেছে ৩৯ রানে। এর আগে বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সাকিবের দল। ফলে ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে অভিষিক্ত আমিনুলের লেগ স্পিন আর শফিউলের গতির মুখে পড়ে ১৩৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৫/৭ (শান্ত ১১, লিটন ৩৮, সাকিব ১০, মুশফিক ৩২, মাহমুদউল্লাহ ৬২, আফিফ ৭, মোসাদ্দেক ২, সাইফ ৬*, আমিনুল ০*; এনডিলোভু ৩-০-৩২-০, জার্ভিস ৪-০-৩২-৩, এমপোফু ৪-০-৪২-২, উইলিয়ামস ৪-০-২৬-০, বার্ল ১-০-১৩-১, মাতুমবদজি ৩-০-১৭-১, মাদজিভা ১-০-১০-০)।
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৬ (টেইলর ০, মাসাকাদজা ২৫, চাকাভা ০, উইলিয়ামস ২, মাতুমবদজি ১১, বার্ল ১, মুতুমবামি ৫৪, মাদজিভা ৯, জার্ভিস, এনডিলোভু ২, এমপোফু ০*; সাইফ ৪-০-১৪-১, সাকিব ৪-০-২৮-১, শফিউল ৪-০-৩৬-৩, মুস্তাফিজ ৪-০-৩৮-২, আমিনুল ৪-০-১৮-২)।
ফলাফল : বাংলাদেশ ৩৯ রানে জয়ী।