• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭)

চাঁদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন বালিয়া, রার্নার আপ শাহমাহমুদপুর ইউনিয়ন।

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪
চাঁদপুর রিপোর্টার।।
প্রিন্ট
চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালকঅনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে চাঁদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে বালিয়া ইউনিয়ন।গতকাল ১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে প্রতিযোগীতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিরোপা জয়ের এ লড়াইয়ে বালিয়া ৪-৩ গোলে শাহমাহমুদপুর ইউনিয়নকে পরাজিত করে। খেলায় দু'দলের মধ্য তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়। ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় ১৪ টি ইউনিয়ন ফুটবল দল নিয়ে উপজেলা পর্যায়ের  এ প্রতিযোগিতার আয়োজন করে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন।
 
ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি বিতরন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা না থাকলেও তার আদর্শ রয়ে গেছে। এ খেলার মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।
 
অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশীদ,টুর্নামেন্টের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তপন চন্দ,ম্যাচ কমিশনার সোহেল, বালিয়ার চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, শাহমাহমুদপুর ইউপির চেয়ারম্যান স্বপন মাহমুদ, তরপুদরচন্ডী ইউপি চেয়ারম্যান রাসেল গাজী, রামপুর ইউপি চেয়ারম্যান মামুন পাটওয়ারি, সাবেক ফুটবলার হাশেম রুশদীসহ বালিয়া ও শাহ মাহমুদপুর ইউনিয়ন ফুটবল দলের কর্মকর্তা বৃন্দ।

সর্বাধিক পঠিত