চাঁদপুরে জেলা পর্যায়ে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ সম্পন্ন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৩
চাঁদপুর রিপোর্টার।।


চাঁদপুরে জেলা পর্যায়ে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ সম্পন্ন হয়েছে।১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে চাঁদপুর আউটার স্টেডিয়াম জেলা পর্যায়ে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার (বালক-বালিকা) প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
সমাপনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ ভুমি মন্ত্রণালয়ের সচিব চাঁদপুরের কৃর্তী সন্তান মাকসুদুর রহমান পাটওয়ারি। এসময় তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রমে এগিয়ে যেতে চাই। জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই মূল বিবেচ্য বিষয়।
তিনি শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে শিক্ষা ছাড়া উপায় নাই। প্রত্যেকটা বিষয়ে এ্যাটেনশন থাকাতে হবে। মন দিয়ে পড়ালেখা করার, পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার ও দরকার আছে। শিক্ষক মন্ডলি ও বাবা-মা'র কথা শুনতে হবে।মুক্তিযোদ্ধা এবং জাতির পিতার প্রতি সম্মান দেখাতে হবে। ছেলে মেয়েদের খেলা দেখে আমি অভিভুত।তারা অসাধারন খেলেছে। এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে ভুমি সচিব মাকসুদ পাটওয়ারি আরো বলেন, খেলাধুুলার মাধ্যমে যে প্রতিযোগিতা হয় সেটা অন্যের প্রতি সম্মান দেখানো।
বিশেষ অতিথির বক্ত্য রাখেন অতিরিক্ত জেলা পশাসক রাজস্ব মোঃ জামাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার ( হাজীগঞ্জ সার্কেল) মোঃ আফজাল হোসেন। জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারি কমিশনার শিক্ষা আজিজুন নাহার,গণি মডেল স্কুলের সভাপতি মোস্তাক হায়দার চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও অ্যনরা এসময়
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাসুদ আলম ভুঞা। তিনদিন বাপী এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে বালক গণি মডেল উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে ৩-১ গোলে ফরিদগঞ্জ চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ বেলঁচো উচ্চ বিদ্যালয়।তার শাহরাস্তি হোসেনপুর উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করে। হ্যান্ডবল বালক শিরোপা জিতেছে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়।
আর রানার আপ হয় কচুয়া সরকারি উচ্চ বিদ্যালয়।
হ্যান্ডবল বালিকা হাইমচর মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারি একাডেমি রানার আপ হয়েছে। কাবাডি ইভেন্টের বালক চ্যাম্পিয়ন হাইমচর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় আর রানার আপ হয় হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়। কাবাডি বালিকা হাজীগঞ্জ বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। সাঁতারে বালক ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদরের আনোয়ারা ইসলামিয়া দাখিল মাদরাসার মোঃ মানিক ও সাঁতার বালিকা ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির মাফিয়া আক্তার। চাঁদপুর জেলা স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার (বালক- বালিকা) এ ৪ টি ইভেন্টের আয়োজন করে।