ইলিশ মাছ রক্ষায় সব বাহিনী কাজ করবে : জেলা প্রশাসক


ইলিশ মাছ রক্ষা করা রাষ্ট্রের সিদ্ধান্ত। মা ইলিশ রক্ষা করার জন্য আমাদের আন্তরিক হতে হবে। নদীতে সর্বত্র আমাদের অভিযান চলবে। আগে ইলিশ পাওয়া যেত না। আর এখন ইলিশ পাওয়া যাচ্ছে সাংবাদিকরা এমন খবর পত্রিকায় লিখছেন। ইলিশ মাছের গড় ওজন ২ থেকে ৩ কেজি হচ্ছে। তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষা নিয়ে শরিয়তপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর ও বরিশাল জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা যায় কিনা সে বিষয়টি আমরা দেখছি। বাংলাদেশের মাছ রক্ষার জন্যে সব বাহিনী কাজ করবে। সকল জেলার মেসেজ পেতে কন্ট্রোল রুম করা হবে।
তিনি গত ১৫ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভা প্রধানের বক্তব্যে এ কথা বলেন।
সভায় মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুছ বলেন, আমরা আমাদের উপজেলার জেলেদের নিবন্ধন করেছি। তার সাথে নৌকারও নিবন্ধন করেছি। আমরা অনেক সময় শুনি অভিযানে যাদের ধরা হয় তারা মতলবের। সেটা মাথায় নিয়ে নৌকা ও জেলেদের নিবন্ধন করেছি। যাতে অপরাধী চিহ্নিত হয়।