• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আজ প্রফেসর মনোহর আলীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর-এর সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মনোহর আলী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্যে শীঘ্রই তিনি ভারত যাবেন।
তাঁর সুস্থতার জন্যে তাঁর প্রাক্তন কর্মস্থল চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগে আজ মঙ্গলবার বাদ মাগরিব মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছে। এতে বাংলা বিভাগের প্রাক্তন ও বর্তমান সকল ছাত্র-শিক্ষকদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ চিশতি।  

 

সর্বাধিক পঠিত