• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন ভূমি অফিসে চুরি সংঘটিত

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন ভূমি অফিসে চুরি সংঘটিত হয়েছে। গত রোববার মধ্যরাতে মাঝিগাছা বাজারে অবস্থিত ওই ইউনিয়ন ভূমি অফিসে দক্ষিণ পাশের গ্রীল কৌশলে ভেঙ্গে কেবা কারা অফিসে প্রবেশ করে দুটি মূল্যবান ল্যাপটপ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। পরদিন সকালে খবর পেয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বিষয়টি অ্যাসিল্যান্ড একি মিত্র চাকমাকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক মোঃ সফিউল্যাহ জানান, অফিসিয়াল কাজে আমি রোববার রাতে অফিসে রাত্রিযাপন করি। সকালে ঘুম থেকে উঠে চুরির এ দৃশ্য ও কাগজপত্র এলোমেলো দেখতে পেয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মহোদয়কে মোবাইলে ঘটনা জানাই। এ ঘটনায় কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত