• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পুরাণবাজারে ট্রাফিক জ্যাম নিরসনে ব্যবসায়িদের উদ্যোগ

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩১
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট
চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকা পুরাণবাজারের যানজট নিস্পত্তির জন্য নিজেরা চাঁদা দিয়ে টহল সদস্য রাখবেন ব্যবসায়িরা। এ বিষয়ে কমিউনিটি পুলিশ অঞ্চল-৮ এর উদ্যোগে রাইস মিল মালিক ও স্থানিয় ব্যবসায়িদের মধ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর রবিবার বেলা ১২টায় চাঁদপুর রাইস মিল মালিক সমিতির কার্যালয়ে (খাজাবাবা রাইস মিলে) এ সভা হয়।
 
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশ অঞ্চল-৮ এর সভাপতি নকিবুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ফরিদ আহমদ বেপারী। চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, রুপালী রাইস মিলের প্রতিনিধি হাজী শাহআলম বাদশা, বাবা রাইস মিলের পরিচালক কাউছার আহমেদ চৌধুরী, মেঘনা রাইস মিলের প্রতিনিধি বিপ্লব গোপ, স্থানিয় আওয়ামীলীগ নেতা ও রয়েজ রোডের ব্যবসায়ি আঃ মজিদ খান ডেঙ্গু, মোঃউজ্জ্বল তালুকদার, মিন্টু মিজি, লোহারপুল ব্যবসায়ি মিজান বরকান্দাজ, নাজিম, আঃরশিদ খান, ফারুক মস্তান প্রমুখ।
 
সভায় রয়েজ রোড, লোহারপুল ও প্রভাতী মার্কেট এলাকার ট্রাফিক জ্যাম নিরসন এবং পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে আলোচনা হয়। এসময় ব্যবসায়িরা নিজেরা চাঁদা দিয়ে ২ জন টহল সদস্য রাস্তায় রাখার সিদ্ধান্ত নেন। এ ছাড়া রাস্তায় যাতে জ্যাম না হয়, সেই দিক লক্ষ রেখে একটি করে গাড়ি লোড- আনলোডের সময় মিল ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখবে।

সর্বাধিক পঠিত