চাঁদপুরের কৃতি সন্তান শাহাবুদ্দিন অনু'র মায়ের চেহলাম সম্পন্ন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৯ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১
স্টাফ রিপোর্টার।।

ক্যাপশন: মরহুমার পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন ও সর্বস্তরের মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুরের কৃতি সন্তান, আলোচিত সেই শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ঢাকা প্যাসিফিক এসেসিয়েটস লিঃ এর এমডি মোঃ শাহাবুদ্দিন অনু’র মাতা মোসাম্মাৎ আনোয়ারা বেগমের চেহলাম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গতকাল শুক্রবার ১৩ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর ক্লাবে এ চেহলাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোঃ শাহবুদ্দিনের একমাত্র মেয়ের শ্বশুর মেজর জেনারেল ফিরোজ হাসান,জামাতা জাওয়াদ হাসান,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারি দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারি, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, প্যাসিফিক এসেসিয়েটস লিঃ এর নির্বাহী পরিচালক রুহুল কুদ্দুছ রতন, অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম, ডাঃ মানিক, জেলা আওয়ামীলীগ নেতা মুনির আহমেদ, জিল্লুর রহমান জুয়েল, মোঃ রফিকুল্লাহ, সাংবাদিক রোকনুজ্জামান রোকন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাবেক ছাত্রনেতা জুয়েল ঢালী, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজসহ বিভিন্ন শ্রেণি পেশার অগণিত মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোসাম্মাৎ আনোয়ারা বেগম গত ১৬ জুলাই মঙ্গলবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমা আনোয়ারা বেগম প্রাক্তন ফুড ইন্সপেক্টর মরহুম আঃ রশিদ মিয়ার স্ত্রী।