চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী বিতরণ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২০
চাঁদপুর প্রতিনিধি।।

ক্যাপশনঃ চিকিৎসা সামগ্রী গ্রহন করছেন দাসের গাঁও মডেল কমিউনিটি ক্লিনিকের সিপিএইচ সিপি তাহমিনা আক্তার।

অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে ২০১৮-২০১৯ অর্থ বছরে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩(বিবিজি) এর বরাদ্দকৃত অর্থায়নে শাহমাহমুদপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,কেতুয়া কমিউনিটি ক্লিনিক,ভাটেরগাঁও কমিউনিটি ক্লিনিক ও দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকে ডায়াবেটিস কীটস,প্রেশার মেশিন ও ওয়েট মেশিনের মতো চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।এসময় প্রধান অতিথির বক্তব্যে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন,সরকারের সেবা জনদৌরগোরায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যে শাহমাহমুদপুর ইউনিয়নের দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকটি জেলায় ১টি মডেল ক্লিনিকে রূপান্তর হয়েছে।আমরা এই ক্লিনিকগুলোর কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড ডব্লিউসি এর সদস্য সচিব বিলকিছ বেগম। ১ নং ওয়ার্ড ডব্লিউসির সভাপতি মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহমাহমুদপুর ইউপি সদস্য আবু সাঈদ হাওলাদার, আনোয়ার হোসেন খাজা, ফিরোজা বেগম, সচিব ফজলুল হক গাজী, সমাজসেবক রফিকুল ইসলাম, আবদুর রশিদ মাষ্টার প্রমূখ।পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ দাসের গাঁও মডেল কমিউনিটি ক্লিনিকের সিপিএইচ সিপি তাহমিনা আক্তার, কেতুয়া কমিউনিটি ক্লিনিকের সিপিএইচ সিপি মোঃ মঞ্জুরুল হক,শাহমাহমুদপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউ জাহানারা বেগম ও ভাটেরগাঁও কমিউনিটি ক্লিনিকের পক্ষে ইউপি সদস্য ফিরোজা বেগমকে ওইসব সামগ্রী হাতে তুলে দেন।