বিদায় নিলেন পুলিশ সুপার জিহাদুল কবির
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:১০ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭
চাঁদপুর প্রতিনিধি।।


ফুল সজ্জিত গাড়িতে বসিয়ে দড়ি দিয়ে গাড়ি টেনে পুলিশ সুপার জনাব জিহাদুল কবিরকে বিপিএম, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ হিসেবে বদলীর আদেশপ্রাপ্ত) চাঁদপুর থেকে বিদায় জানালেন চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যগন। সহকর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নেন তিনি।
এর আগে শনিবার রাতে চাঁদপুর পুলিশ লাইন্সে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত বিদায় লগ্নে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। এছাড়া জেলার বিভিন্ন সংগঠন বিদায়ী পুলিশ সুপারকে অংসখ্য সংবর্ধনা প্রদান করেন।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর থেকে বিদায় নিয়ে যান পুলিশ সুপার জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ হিসেবে বদলীর আদেশপ্রাপ্ত) । উপস্থিত জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সকল থানার পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য ভারাক্রান্ত হৃদয়ে ফুলে ফুলে সাজিয়ে পুলিশ সুপার জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম’কে (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ হিসেবে বদলীর আদেশপ্রাপ্ত)’কে বিদায় জানান।
উক্ত বিদায় বেলায় জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মিজানুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিঃ পুলিশ সুপার (সদর) আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন, সিনিঃ সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল, সিনিঃ সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।