চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে আসাদুজ্জামান
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৯
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ আসাদুজ্জামান। তিনি ২৮ আগস্ট থেকে এ দায়িত্ব পেয়েছেন এবং আগামী ৬ অক্টোবর পর্যন্ত সেটি পালন করবেন।
এ বিষয়ে আসাদুজ্জামান জানান, চাঁদপুর সদর সার্কেলের দায়িত্বে থাকা জাহেদ পারভেজ চৌধুরী সিআইডি কর্তৃক আয়োজিত দুই মাস মেয়াদী ক্রিমিনাল ইন্টেলিজেন্স এন্ড এনালাইসিস কোর্সে আছেন। তাঁর এই প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত তিনি চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। তাঁর এ দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।