পুরাণবাজারে অটোবাইকের চাপায় শিশুসহ আহত ৪ ॥ ১ জনকে পঙ্গুতে প্রেরণ


বেপরোয়া গতির অটোবাইক উল্টে শিশুসহ ৪ পথচারী আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় চাঁদপুর শহরের পুরাণবাজার পলাশের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উত্তেজিত লোকজন গাড়িটি আটক করে রেখেছে। আহতরা হলেন ঢাকা বিএম ভবন মার্কেট ব্যবসায়ী সমিতির পরিচালক সোহাগ মিজির মেয়ে জুমানা জামান (৮), তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ এরশাদ হোসেন (৩৫), ভাগ্নে মুগ্ধ (১৭) ও রুবেল (২৮)। আহত সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্য এরশাদ হেসেনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ব্যবসায়ী নেতা সোহাগ মিজি জানান, পুরাণবাজার ব্রিজ চত্বরে কাদির মুন্সি বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানের জন্যে তারা ঢাকা থেকে এসেছেন। অল্প বয়সের এক ছেলে দ্রুত গতিতে তার অটোটি চালালে নিয়ন্ত্রণ হারিয়ে আমার মেয়ে, ম্যানেজারসহ আত্মীয় স্বজনদের চাপা দেয়। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত গাড়িটি ছাড়া হবে না। অনাকাক্সিক্ষত এ ধরনের দুর্ঘটনা থেকে পথচারী ও যাত্রীদের রক্ষায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী এই নেতা।