• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহাবুদ্দিন অনুর মায়ের চেহলাম সম্পন্ন

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের কৃতী সন্তান, লক্ষ্মীপুর শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ঢাকা প্যাসিফিক এসেসিয়েটস লিঃ-এর এমডি মোঃ শাহাবুদ্দিন অনু’র মাতা মোসাম্মাৎ আনোয়ারা বেগমের চেহলাম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার ১৩ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর ক্লাবে এ চেহলাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোঃ শাহবুদ্দিনের একমাত্র মেয়ের শ^শুর মেজর জেনারেল ফিরোজ হাসান, জামাতা জাওয়াদ হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, প্যাসিফিক এসেসিয়েটস লিঃ-এর নির্বাহী পরিচালক রুহুল কুদ্দুছ রতন, অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম, ডাঃ মানিক, লো আওয়ামী লীগ নেতা মুনির আহমেদ, জিল্লুর রহমান জুয়েল, মোঃ রফিকুল্লাহ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ,সাবেক ছাত্রনেতা জুয়েল ঢালী, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজসহ বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া মরহুমার পরিবারের সদস্যরা এবং আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোসাম্মাৎ আনোয়ারা বেগম গত ১৬ জুলাই মঙ্গলবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমা আনোয়ারা বেগম প্রাক্তন ফুড ইন্সপেক্টর মরহুম আঃ রশিদ মিয়ার স্ত্রী।

 

সর্বাধিক পঠিত