• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগপূর্তি উদযাপন কমিটির আলোচনা সভা

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি উদ্যাপন উপলক্ষে উদ্যাপন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর বিদ্যালয়ের ১০ যুগপূর্তি অনুষ্ঠান উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়। উক্ত আলোচনায় রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আগামী সোমবার বিকেল ৪ টায় প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে দ্বিতীয় শোভাযাত্রা করার জন্যে সিদ্ধান্ত হয় এবং এতে প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে উদ্যাপন কমিটি।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শহীদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোশারেফ হোসেন, মোঃ শহিদুল্লাহ খান, সেলিম খান, দেলোয়ার হোসেন ঢালী, মোঃ মহসিন মজুমদার, শেখ সালমান, গোলাম সারোয়ার রিপন, বিজয় কৃষ্ণ পাল, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান জুে  য়ল, মোঃ ইমাম হোসেন মাল, চন্দন দেসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

সর্বাধিক পঠিত