• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান সভাপ্রধানের বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা নিয়ে চট্টগ্রাম বিভাগে যখন কথা হয় তখন ১১ জেলার মধ্যে চাঁদপুরকেই মডেল বলা হয়। এ জেলার মানুষের রয়েছে আইন মান্য করার প্রবণতা। নদীতে মাছ নিয়ে বা আইনশৃঙ্খলা উন্নয়নসহ যে কোনো বিষয় নিয়ে কথা উঠলে সেখানে চাঁদপুরকে বলা হয় মডেল জেলা। তিনি আরো বলেন, সাম্প্রতিক কিছু ঘটনা যা চিন্তাই করা যায় না। বিভিন্ন  ধরনের অপরাধ চক্র এমন কিছু ঘটনা করে ফেলে, যা ঘটনা ঘটে গেলে আমরা জানি। তিনি উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, যেখানেই কোনো ঘটনার আঁচ পাবেন, সেখানেই অবস্থান নিতে হবে সমাধানের জন্যে। এজন্যে আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে সচেতন থাকা এবং সচেতন করা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাইনউদ্দিন ও কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন।
উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াসউদ্দিন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুজ্জামানসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকার্তাগণ।
জেলা প্রশাসক আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা উন্নয়নে এখন থেকে আমরা একটা সফ্টওয়্যার ব্যবহার করবো। এর দ্বারা যারা সরকারের তথা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে আইনের আওতায় আনা সহজ হবে। চাঁদপুর জেলা শহরসহ সকল উপজেলা শহরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। সন্ত্রাস ও মাদকমুক্ত আন্দোলন বাংলাদেশ নামে সংগঠন করেছি। এ সংগঠনের মাধ্যমে আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করবো। তিনি আরো বলেন, আমাদের ম্যাজিস্ট্রেটদের বলা আছে তারা তৃণমূলের মানুষের সাথে কথা বলবে, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করবে। এই সোনার বাংলার পেছনের দিকে তাকাবার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সড়ক দুর্ঘটনা বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, চাঁদপুরে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে মোবাইল টিমকে কাজ করতে হবে। ফিটনেস ও অনুমোদনবিহীন যান চলাচল করতে পারবে না। এ জেলা শহরে কতগুলো যান অনুমোদন নিয়ে  চলাচল করে সেটা সবাইকে জানিয়ে দিতে হবে।
সভায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্য হয় এমন কথার প্রেক্ষিতে জেলা প্রশাসক সিভিল সার্জনকে অনুরোধ করেন এ বিষয়টি দেখার জন্যে। তাৎক্ষণিক সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ বলেন, কেউ যদি টাকার বিনিময়ে সার্টিফিকেট দেন এটা অপরাধ। একজন জখমপ্রাপ্ত ব্যক্তিতো সার্টিফিকেট নিয়মতান্ত্রিকভাবে টাকা ছাড়াই পাবেন। তিনি আরো বলেন, সার্টিফিকেটের ব্যাপারে আমাদের তিন সদস্য বিশিষ্ট কমিটি আছে। তারাই কেবলমাত্র সার্টিফিকেট প্রদান করবেন। কোনো ডাক্তার যদি মিথ্যা সার্টিফিকেট দেয় এবং সেটা প্রমাণিত হয়, তখন সরকারই বুঝবে এ ব্যাপারে কী করা যায়।