• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমানের চাঁদপুর পৌরসভা পরিদর্শন

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান চাঁদপুর পৌরসভা পরিদর্শন করেছেন। তিনি গতকাল ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটার সময় চাঁদপুর পৌর ভবনে আসেন এবং পৌরসভার বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন। তিনি পৌর ভবনে এসে পৌঁছলে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী তাঁকে স্বাগত জানান। এ সময় পৌর সচিব মোঃ আবুল কালাম ভূঁঞা, নির্বাহী প্রকৌশলী এএইচএম সামছুদ্দোহা, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজউদ্দিন হাওলাদার, হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ মোঃ মশিউর রহমান, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মানিকসহ শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমান পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের কক্ষে বসে ভারপ্রাপ্ত মেয়রের উপস্থিতিতিতে পৌর কর্মকর্তাদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তিনি পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে অলোচনা করেন এবং পৌরবাসীর সেবার মান যাতে অব্যাহত থাকে সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেন।  তিনি মেয়রের কক্ষে থাকা চাঁদপুর শহরে স্থাপিত সিসি ক্যামেরার কার্যক্রম দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। পৌর সচিব ও নির্বাহী প্রকৌশলী অতিরিক্ত জেলা প্রশাসককে পৌরসভার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং সরকারি কোষাাগার থেকে যাতে পৌর কর্মকর্তা-কর্মচারীগণ বেতন ভাতা পেতে পারেন এ ব্যাপারে তারা স্থানীয় সরকার উপ-পরিচালক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সহানুভূতি কামনা করেন।