আশিকাটিতে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু


চাঁদপুর সদর উপজেলার আশিকাটিতে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত ৭ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় আশিকাটি ইউনিয়নের পূর্ব হোসেনপুর গ্রামের নমপাড়ার কালী ও লোকনাথ আশ্রম সংলগ্ন যুবরাজ সরকার বাড়িতে ধর্মীয় উৎসব পালনের ফাঁকে পুকুরের পানিতে ডুবে অন্তিকা সরকার (৬) ও অহনা সরকার (৫) নামে দুই শিশু মারা যায়।
নিহত অন্তিকা সরকার ওই বাড়ির শ্রী কৃষ্ণ সরকারের ছোট মেয়ে এবং অহনা সরকার একই বাড়ির শ্রী সঞ্জয় সরকারের বড় মেয়ে। দুই শিশু কালী মন্দিরের শিশু শ্রেণির ছাত্র।
নিহত শিশুদের স্বজনরা জানায়, তাদের বাড়িতে রাধাষ্টমী অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এই দুই শিশু প্রসাদ খেয়ে প্লেট ধোয়ার জন্যে ঘরের পাশে পুকুর ঘাটে গেলে পা পিছলে পুকুরে পড়ে যায়।
এদিকে বাড়ির লোকজন উৎসবের আনন্দ-উল্লাসে মেতে ছিলো। কিছুক্ষণ পর তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে প্রসাদ নিতে আসা প্রতিবেশীদের ডাক-চিৎকারে ওই বাড়ির এবং শিশুদের স্বজনদের খবর হয়। তখন শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক উভয় শিশুকে মৃত ঘোষণা করেন। এমন ছোট্ট দু’টি শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।