• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হাজীগঞ্জ পৌরসভা একাদশ বিজয়ী

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-এর উদ্বোধন হয়েছে। রোববার বিকেলে টেলিকনফারেন্সের মাধ্যমে উক্ত খেলার উদ্বোধন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ ৩-০ গোলে হাটিলা পূর্ব ইউনিয়ন একাদশকে হারিয়ে বিজয়ী হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়ার সভাপ্রধানে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদ প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, রিটন চন্দ্র সাহা, আলহাজ¦ আবু বকর সিদ্দিক, কাজী দুলাল, আজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিদা বেগম, জোহরা বেগম, সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফসহ সরকারি ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক সহ¯্রাধিক ফুটবলপ্রেমী দর্শক ।

 

সর্বাধিক পঠিত