• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তির ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে চট্টগ্রামস্থ চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বৃক্ষরোপণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকল্পে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করার ব্যাপক আয়োজন করেছে চট্টগ্রামস্থ চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা ।
চট্টগ্রামস্থ চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন মজুমদারের সভাপ্রধানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পাটওয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মেহের ডিগ্রি কলেজের অধ্যাপক কবিরুল ইসলাম মজুমদার ও শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাদুজ্জামান ভূঁইয়া সুমন।
অনুষ্ঠানে বক্তাগণ গাছের উপকারিতা তুলে ধরে বলেন, শুধু গাছ লাগালেই হবে না তা রক্ষায় প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে হবে। গাছের অভাবে আমরা প্রয়োজনীয় অক্সিজেন  হতে বঞ্চিত হচ্ছি। কার্বন-ডাই-অক্সাইডের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে বায়ু দূষণ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তা থেকে বাঁচতে হলে আমাদের বৃক্ষরোপণ জরুরি। পরিবেশ ঠিক রাখতে হলে একটি গাছ কাটার সাথে সাথে ৪টি গাছ লাগাতে হবে। গাছের চারা বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর সদস্যবৃন্দ।
আয়োজকরা বলেন, আমরা চাঁদপুরের সর্বত্র সবুজ বনায়নের লক্ষ্যে গাছের চারা লাগাতে আগ্রহী। আমরা এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করবো। আপনারা এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন। যদি তা করা হয় তাহলে আমরা কার্বন-ডাই অক্সাইডের ক্ষতিকর দিক থেকে বাঁচতে পারবো। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

 

সর্বাধিক পঠিত