• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল শনিবার মতলব উত্তর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট- ২০১৯-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশীস ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সহ-সভাপতি ইয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একে আজাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডঃ মহসীন মিয়া মানিক, মতলব ডিগ্রি কলেজের সাবেক জিএস রহমত উল্যাহ চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ার পর খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ছেংগারচর পৌর ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে দুর্গাপুর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলার ধারা বর্ণনা করেন  সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন জাকির হোসেন, সহকারী রেফারী ছিলেন আক্তার হোসেন এবং জামাল উদ্দিন।


 

সর্বাধিক পঠিত