গুলিশায় নারীকে কুপিয়ে জখম


চাঁদপুর সদর উপজেলার গুলিশা গ্রামে তুচ্ছ ঘটনার জেরে শাহিদা বেগম (৫০)কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, একই বাড়ির শাহজাহান হাওলাদার, নুরুজ্জামান হাওলাদার গংয়ের সাথে নুরুল ইসলাম হাওলাদারের পূর্ব থেকে মনোমালিন্য চলে আসছিলো। এই সূত্র ধরে গত ৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নুরুল ইসলাম হাওলাদারের পানির কলের পাইপ ভেঙ্গে ফেলে। এ ঘটনায় তার স্ত্রী সাহিদা বেগম প্রতিবাদ করায় উল্লেখিত ব্যক্তিরাসহ কয়েকজন মিলে শাহিদা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। শুধু তাই নয়, তারা শাহিদা বেগমকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে মাথায় ও শরীরে জখম করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় ৪ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।