জনকল্যাণ বাজার সমিতির সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে দক্ষিণ রঘুনাথপুর জনকল্যাণ বাজার সমিতির সভাপতি আব্দুর রউফ শেখের বিরুদ্ধে সমিতির অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। ৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় উক্ত বাজারে মানববন্ধন কর্মসূচিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অর্ধ শতাধিক নারী-পুরুষ ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশ নেয়।
এ সময় ভুক্তভোগীরা জানায়, অর্থ আত্মসাতের অভিযোগে আব্দুর রব শেখ সহ ৪ জনকে আসামী করে চাঁদপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। তারা আরো জনায়, ২০১৫ সালে ১শ’ ৮জন সদস্য নিয়ে জনকল্যাণ বাজার সমিতি গঠন করা হয় এবং আব্দুর রব শেখকে সমিতির ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয়।
পরবর্তীতে সমিতির নামে ভূমি খরিদ ও দোকান উত্তোলন করার লক্ষ্যে সদস্যদের দোকান বরাদ্দক্রমে ভূমি ও দোকান বুঝিয়ে দেয়ার নামে সমিতির সদস্য, আব্দুল কাদের শেখের কাছ থেকে ১০ লাখ, মাওলানা মনছুর আহমেদ ঢালীর কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার, নজরুল ইসলাম মাঝির কাছ থেকে ১লাখ ১০ হাজার, রিপন মাঝির কাছ থেকে ৫ লাখ ২০ হাজার, নজু মাঝির কাছ থেকে ১লাখ ২০ হাজার, সুরুজ মাঝির কাছ থেকে ১ লাখ শুক্কুর ঢালীর কাছ থেকে ২ লাখ সহ অন্যান্য সদস্যের কাছ থেকে সর্বমোট ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়।
১ বছরের মধ্যে এই টাকায় সেখানে ভূমি খরিদ এবং দোকান উত্তোলন করে সদস্যদের মাঝে দোকান ও ভূমি বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু ১বছরের মধ্যে কথামতো কোনো কাজ না করে পুরো টাকা আত্মসাৎ করে আব্দুর রব শেখ গা ঢাকা দেয়। মাঝে মাঝে রাতের আঁধারে লুকিয়ে বাড়িতে আসা-যাওয়া করতে থাকে। ভুক্তভোগীরা বিষয়টি টের পেয়ে তাকে ধরতে ওঁৎ পেতে থাকে। একদিন তিনি বাড়িতে আসলে তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুন স্থানীয়ভাবে একটি সালিস বৈঠকে আব্দুর রব শেখ সমিতির ৫০ লাখ টাকা নিয়েছেন বলে স্বীকার করেন এবং আরো ৬ মাসের সময় চান। ৬ মাসের মধ্যে ভূমি ও দোকান বুঝিয়ে না দিতে পারলে গ্রহকদের কাছ থেকে নেয়া ৫০ লাখ টাকা ফেরৎ দেবার প্রতিশ্রুতি দেন। কিন্তু ৬ মাস পার হলেও ভূমি, দোকান কিংবা গ্রাহকের টাকা কোনোটাই ফেরৎ দিতে পারেননি। ভুক্তভোগীরা আরো জানান, প্রতারক আব্দুর রব শেখ গত ৭ জানুয়ারি গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়া এবং জনকল্যাণ বাজার সমিতির নামে ভূমিক্রয় ও দোকান বরাদ্দের বিষয়টি অস্বীকার করেন। এর প্রেক্ষিতে সমিতির সদস্য আনোয়ার হোসেন গত ২৫ মার্চ চাঁদপুর আমলী আদালতে আব্দুর রব শেখ, হেদায়েত উল¬াহ শেখ, ফারুক শেখ ও ছায়েদ শেখকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী এবং স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, আব্দুর রব শেখ গ্রাহকের টাকা দিয়ে নিজের নামে জনকল্যাণ বাজারে ৫৯ শতাংশ সম্পত্তি ক্রয় করেন সেখান থেকে ২৬ শতাংশ সম্পত্তি বিক্রি করে ফেলেন। বর্তমানে সেখানে ৩৩ শতাংশ ভূমির উপর বেশ কিছু ব্যাবসা প্রতিষ্ঠান ও একটি দ্বিতল ভবন রয়েছে। এসব সম্পত্তি নিজের নামে আত্মসাৎ করার পাঁয়তারা করছেন। ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা ফেরৎ ও আব্দুর রব শেখের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।