• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে মুজিব বর্ষ উপলক্ষ্যে বৈদুৎতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃস্টির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বিদুৎতের এ প্রশিক্ষণে নারীদেরও এগিয়ে আসতে হবে, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬ | আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪০
চাঁদপুর প্রতিনিধি ॥
ক্যাপশনঃ চাঁদপুরে মুজিব বর্ষ উপলক্ষ্যে বৈদুৎতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃস্টির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
প্রিন্ট
'মুজিব বর্ষ' (২০২০-২০২১) উপলক্ষ্যে চাঁদপুরে বৈদুৎতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃস্টির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় ঢাকা থেকে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরসহ সারাদেশে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম। এতে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এবং মন্ত্রনালয়ের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বক্তব্য দেন। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং বিদ্যুৎ খাতের উন্নয়ন উপস্থাপন করেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মাকছুদা খাতুন।
 
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শওকত ওসমান,এডিএম আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারি দুলাল,স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃসৈয়দা বদরুন নাহার চৌধুরী,চাঁদপুর বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল মাহমুদ,চাঁদপুর পল্লিবিদুৎ সমিতির জিএম আবু তাহের প্রমুখ। এনএসআই সহকারী পরিচালক কৌশিক আহমেদ কনক, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদসহ বিদুৎ বিভাগ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রশিক্ষণার্থী এবং মিডিয়া সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন,কেউ মিস্ত্রি হবেন বা কাউকে ইলেক্টিশিয়ান বানানোর জন্য  এ ট্রেনিং নয়।যুগপোযোগী প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে দক্ষ করে তুলতে এবং উদ্যোক্তা হতে  এ ট্রেনিং। তিনি বলেন, আগে জানতে হবে, আমি কিভাবে তৈরি হব। তারপর পৃথিবীতে কিভাবে বিচরণ করব। আজকাল যে কোন বিষয় ইন্টারনেটের গুগুল, ইউটিউব ও ফেইসবুকে পাওয়া যায়। এ ক্ষেত্রে ওয়েব সাইড ব্যবহারও শিখতে হবে। এ প্রশিক্ষণে নারীদেরও এগিয়ে আসতে হবে। আগে নারীরা কেবল সেলাই কাজ শিখত। এখন অনেক বিষয়ে তাদের প্রশিক্ষনের সুযোগ সৃস্টি হয়েছে। বিদুৎতের এ ট্রেনিং নারীদেরও অংশগ্রহন কামনা করেন জেলা প্রশাসক। 
 
পল্লি বিদুৎতের জিএম আবু তাহের জানান, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে দক্ষ জনশক্তি সৃষ্টির জন্য বেকার যুবকদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। চাঁদপুরে প্রথম ব্যাচে ত্রিশ জন নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এভাবে আগামী এক বছরে ৫টি ব্যাচে দেড়’শ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতি ব্যাচে প্রশিক্ষনার্থী থাকবেন ৩০জন করে। প্রশিক্ষিত হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারবেন প্রশিক্ষণ গ্রহণকারীরা।

সর্বাধিক পঠিত