চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় আবু নঈম পাটওয়ারী দুলাল
বঙ্গবন্ধু সমবায় করেছেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে
চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় সমবায়ের প্রশিক্ষণ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, একটি সমাজ পরিবর্তনের জন্যে সমবায়ের বিকল্প নেই। সমবায় সম্পর্কে বুঝতে হবে। সমবায় হলো সংঘবদ্ধ জীবন। বর্তমান সরকার সমবায়ের মাধ্যমে যে সুযোগ দিচ্ছেন, সেটা আমাদের কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় করেছেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে। সে ভাগ্য নিয়ে ছিনিমিনি বরদাস্ত করা হবে না। আধুনিক পদ্ধতিতে সবায়ের মাধ্যমে টেকসই কাজ করতে হবে। তিনি দেশের উন্নয়নে সমবায়ের সাথে কাজ করতে সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ শহিদুল্লাহ মাস্টার, চাঁদপুর সদর সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক মোঃ আলী এরশাদ মিয়াজি, বিআরডিবির উপ-পরিচালক এস এম জুয়েল আহমেদ, জেলা সমবায় অফিসার মোঃ মোমেন হোসেন ভূঁইয়া, সমবায় কর্মকর্তা ফারুক আহমেদ, কাউন্সিলর মোঃ আলমগীর গাজী। সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল্লাহ খানের সভাপতিত্বে এবং বিআরডিবির উপজেলা পল্লী উন্নয়ন অফিসার একে এম মাসুদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি আলী আরশাদ বেপারী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ ওমর ফারুক। গীতা পাঠ করেন স্বপন কৃষ্ণ কর।