পৌর কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন জেলা কমিটির সভা
দ্রুততম সময়ে মন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের দাবি


রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ পৌর কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁদপুর জোলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ২ আগস্ট সোমবার বিকেলে চাঁদপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা পৌর কর্মচারী-কর্মকর্তাগণ সরকারের প্রতিটি কাজের প্রতি শ্রদ্ধাশীল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিটি আদেশ নির্দেশ পালনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের সহায়তায় আমরা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এমনি পরিস্থিতিতে সরকারি কোষাগার থেকে আমাদের বেতন ভাতা প্রদানের জন্যে দীর্ঘদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা দাবি জানিয়ে আসছি। আমরা বিশ^াস করি, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিবেন। তিনি আরো বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্বান্ত মোতাবেক সারা বাংলাদেশের হাজার হাজার পৌর কর্মকর্তা-কর্মচারী দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় গত ১৪ জুলাই থেকে অনির্দিষ্ট সময়ের জন্যে আন্দোলন শুরু করলে গত ৫ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী এবিএম তাজুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আশ^াসের প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন স্থগিত রাখি। আমরা মনেপ্রাণে বিশ^াস করি, দাবি আদায়ের জন্যে আমাদেরকে আর আন্দোলন করতে হবে না। আশা করি অতি দ্রুততম সময়ের মধ্যেই আমাদের দাবি পূরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক গোপাল চন্দ্র বণিক, মহিলা সম্পাদিকা ফারজানা পারভিন লাকী, কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের মনু, জেলা সদস্য বাতেন মিয়াজী, কাজী সুরাইয়া, রওশন আরা, অনিমা সেন রায় চৌধুরী।
সংগঠনের সহ-সভাপতি মনিরুজ্জামান মানিকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ প্রমুখ। সভায় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।