• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে লতরদি সড়কে বড় সুড়ঙ্গ : দ্রুত সংস্কারের আশ্বাস ইউএনও’র

প্রকাশ:  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলার পাঁচানী চৌরাস্তা বাজার-রাঢ়ীকান্দি পর্যন্ত পাকা সড়কের লতরদি এলাকায় বড় দুটি সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিগত ৬ মাসের বেশি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দেখছে না। এমনকি স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বাররাও বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মতলব থেকে ছেঙ্গারচর এবং অন্যান্য এলাকা থেকে পাঁচানী, মোহনপুর, একলাছপুরসহ বিভিন্ন্ এলাকায় যানবাহনযোগে যাতায়াত করা হয় এই সড়কটি দিয়ে। সিএনজি অটোরিক্সা, ইজিবাইক, পিকআপ, ট্রলি, ট্রাক, লেগুনাসহ অসংখ্য গাড়ি এ সড়কে যাতায়াত করে। কিন্তু অর্ধেক পরিমাণ রাস্তায় বড় দুটি সুড়ঙ্গ সৃষ্টি হওয়ার কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এদিকে সাংবাদিকদের কাছ থেকে তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী এনামুল হক, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভাঙ্গা স্থান সংস্কার ও একটি কালভার্ট নির্মাণ করার জন্যে দ্রুত ব্যবস্থা নিতে প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন ইউএনও। ইউএনও শারমিন আক্তার বলেন, দ্রুত এই সুড়ঙ্গ স্থান মেরামত করা হবে।