আজ ফ্লাঃ লেঃ (অবঃ) এবি সিদ্দিকের ৭ম মৃত্যুবার্ষিকী


মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের সদস্য এবং মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরাম মতলব দক্ষিণ উপজেলার সভাপতি ফ্লাঃ লেঃ (অবঃ) এ.বি. সিদ্দিকের আজ ৩ সেপ্টেম্বর ৭ম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে ফ্লাঃ লেঃ (অবঃ) এবি সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকাল ১০ টায় মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিজয় ভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার সিএমএইচে সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।