• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নিজের প্রতিভাকে জাগ্রত করার নামই শিক্ষা-

অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মিলেমিশে দেশের সেবায় মনযোগী হতে হবে

প্রকাশ:  ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট
জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান জুয়েল বলেছেন, সবার মধ্যেই কিছু প্রতিভা লুকায়িত থাকে। সে প্রতিভাকে জাগ্রত করে এগিয়ে চলার নামই শিক্ষা। তাই কেউ নিজেকে পিছিয়ে ভাবার কারন নেই। সবার অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মিলেমিশে দেশের সেবায় মনযোগী হতে হবে। ১ সেপেম্বর রোববার সকাল ১১ টায় রোটারি ভবনে চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নানা দিক প্রশংসা করে বলেন, আমাদের চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু আপার হয়ে আমাকে যদি কোনভাবে আপনাদের সেবা করার সুযোগ থাকে। তাহলে অবশ্যই সেদিকে সবার সহযোগিতা কামনা করছি। আসুন আমরা এই চাঁদপুরকে দেশের মধ্যে এক অনন্য রোল মডেলে রূপান্তর করতে কাজ করি।
 
 
পরে তিনি জেলার বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেনের ৪'শ ২৫ কৃতি শিক্ষার্থীকে ৪ ক্যটাগরিতে বৃত্তি সনদ প্রদান করেন। চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি লায়ন গোলাম হোসেন টিটুর সভাপতিত্বে এবং পরীক্ষা নিয়ন্ত্রক পীরজাদা মাহফুজউল্লা খানের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক এস এম জয়নাল আবদীন, জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, পরীক্ষা সচিব জায়েদুর রহমান জহির প্রমুখ।
 
এ সময় অনুষ্ঠানে জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীমহল উপস্থিত ছিলেন।