• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বিদ্যুতায়িত হয়ে হাজীগঞ্জে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ:  ৩১ আগস্ট ২০১৯, ০৯:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে ইসলামী বিশশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ তানভীর আহমেদ মিরাজ বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মিরাজ। তিনি উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার বাবা স্থানীয় কাপাইকাপ আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে পূর্ব রাজারগাঁও গ্রামের বাসিন্দা চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডঃ ইমাম হোসাইন টিটু বলেন, মিরাজ আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।